Header Ads

"কার ছেলে না দেখে দল থেকে তাড়ানো দরকার" কৈলাসের ছেলে প্রসঙ্গে বললেন মোদী!

নজরবন্দি ব্যুরোঃ কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশের ক্রিকেট ব্যাট হাতে তাণ্ডবের ঘটনায় কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। তিনি বলেন “এই ধরণের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। কেউ নেতার ছেলে বলে যা খুশি তাই করতে পারেন না।
যে এই ঘটনা ঘটিয়েছে তাঁকে দল থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, 'দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে এমন নেতা চাই না”।মঙ্গলবার দলের সংসদীয় দলের বৈঠকে মোদী আরও বলেন, আকাশের জামিনের পর যাঁরা উল্লাসে মেতেছিলেন বা যারা এই ঘটনায় আত্মপক্ষ সমর্থন করছেন তাঁদেরও একই ভাবে তাড়ানো উচিত। মোদীর এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে কৈলাস-আকাশ। 'প্রসঙ্গত গত মাসের ২৬ তারিখ এক উচ্ছেদ অভিযানে গিয়ে আক্রান্ত হন পুরসভার অফিসাররা। সেখান দেখা যায় কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ ক্রিকেট ব্যাট হাতে এক অফিসারকে মারছেন। অই ঘটনার ভিডিও টি ভাইরাল হয় এর পরেই আকাশকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাকে ১১ দিনের জেল হেফাজত দেন।
উল্লেখ্য বিষয়, ঘটনার দিন একটি সর্বভারতীয় টিভি চ্যানেল থেকে আকাশের ব্যাট হাতে নিয়ে তান্ডব প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় কে ফোন করে জিজ্ঞাসা করলে টিভি চ্যানেলের সাংবাদিককে কার্যত হুমকির সুরে কথা বলেন তিনি। সাংবাদিক প্রশ্ন করেন সরকারি কর্তব্যরত আধিকারিককে ব্যাট হাতে পেটাচ্ছে আপনার ছেলে। দিন দুপুরে এই গুন্ডামি প্রসঙ্গে আপনি কি বলবেন? একজন বিধায়ক কি এভাবে আইন হাতে তুলে নিতে পারে? উত্তরে বেশ রাগের সুরে তিনি বলেন আপনি কি আদালতের বিচারক? বলে ফোন কেটে দেন। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.