৩০ জোড়া লোকাল সহ বহু দূরপাল্লার ট্রেন বাতিল, রবিবার ১০ ঘন্টা বন্ধ সাঁতরাগাছি স্টেশন।
নজরবন্দি ব্যুরোঃ আগামী রবিবার নিত্যযাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের বেশ কিছুটা সমস্যা হতে চলেছে যারা হাওড়া থেকে ভায়া সাঁতরাগাছি রুট হয়ে যাতায়াত করেন। কারন আগামী রবিবার সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির কাজ চলবে দিনভর। প্রায় ১০ ঘন্টা বন্ধ থাকবে রেল চলাচল।
জানা গেছে সকাল ১১ঃ১৫ থেকে রাত ৯ঃ১৫ পর্যন্ত চলবে ফুট ওভারব্রিজ তৈরির কাজ। যার জেরে বাতিল করা হয়েছে ৩০ জোড়া লোকাল ট্রেন সহ করমণ্ডল এক্সপ্রেস, তিরুপতি এক্সপ্রেস, শালিমার-উদয়পুর এক্সপ্রেস, ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস। পাশাপাশি পুরি জগন্নাথ এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, মুম্বই মেইল এর সময় পরিবর্তন করা হচ্ছে।
উল্লেখ্য গতবছর ২৩শে অক্টোবর ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম সংযোগকারী ফুট ওভার ব্রিজে দূর্ঘটনা ঘটে একই সাথে দুটি এক্সপ্রেস স্টেশনে ঢুকে পড়ায়। দূর্ঘটনার জেরে মৃত্যু হয় দুজনের। আহত হন দুই শিশু সহ ১৪ জন। সেই ফুট ওভারব্রিজই মেরামত করা হবে আগামী রবিবার দিনভর।

No comments