ঘোলা জলে মাছ ধরার চেষ্টা শিক্ষামন্ত্রীর! জারি থাকছে UUPTWA-র অনশন। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ ১৩ দিন হল অনশন চলছে অরাজনৈতিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের। যোগ্যতা অনুযায়ী বেতনের দাবীতে অনশন পাশাপাশি অনৈতিক ভাবে ট্রান্সফার করে দেওয়া ১৪ জন শিক্ষককে পুনরায় নিজের নিজের জেলায় ফিরিয়ে আনার দাবীতে অনশন।
আজ দলীয় শিক্ষক সংগঠনের সভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী প্রাআথ চট্টোপাধ্যায়। কিন্তু সেখানে তিনি ডাকেননি অনশনকারী শিক্ষক সংগঠনকে। সেই সভা থেবে বেতন কাঠামো সংশোধনের কথা জানালেও তা ছিল ধোঁয়াশা পূর্ণ বলে দাবি শিক্ষকদের। তিনি জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বাড়িয়ে ৩২০০ টাকা করা হচ্ছে। তবে তা যাতে ৩৬০০ টাকা করা যায় কিনা তা তিনি দেখছেন।
উল্লেখ্য বিষয় হল এখন শিক্ষকরা রয়েছে পে ব্যান্ড ২ তে অর্থাৎ ৫৪০০-২৫২০০ যেখানে গ্রেড পে রয়েছে ৫ রকমের। যা হল, ২১০০ টাকা, ২৩০০ টাকা,২৬০০ টাকা, ২৯০০ টাকা এবং ৩১০০ টাকা। শিক্ষামন্ত্রী গ্রেড পে-র বিষয় নিয়ে এদিন চুপ থাকলেও শিক্ষা দফতর সূত্র জানাচ্ছে শিক্ষকদের বেতন বাড়িয়ে পে ব্যান্ড ৩ এ নিয়ে যাওয়া হচ্ছে।
যা অনুমোদনের জন্যে ইতিমধ্যেই অর্থ দফতরে পাঠানো হয়েছে। অসমর্থিত সূত্র বলছে অর্থ দফতর তার মঞ্জুরিও দিয়েছে। সুতরাং পে ব্যান্ড ৩ তে যদি বেতন হয়ে সেখানে গ্রেড পে রয়েছে যথাক্রমে, ৩২০০ টাকা, ৩৬০০ টাকা, ৩৯০০ টাকা, ৪১০০ টাকা। সুতরাং শিক্ষামন্ত্রীর ৩২০০ করে দিচ্ছি সম্ভব হলে ৩৬০০ করে দেব গ্রেড পে এই কথার অর্থ খুঁজে পাচ্ছেন না শিক্ষকরা। কারন শিক্ষক মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ৪ রকম গ্রেড পে কে তুলে দিয়ে শিক্ষামন্ত্রী কি এক রকম গ্রেড পে করতে চাইছেন? শিক্ষামন্ত্রীর এরূপ ধোঁয়াশা পূর্ন বক্তব্যে অনাস্থা জানিয়ে অনশন এবং আন্দোলন অব্যাহত রাখছে উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশন। অন্যদিকে সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস সাংবাদিক সম্মেলন করতে করতে জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। টানা ২৯৫ ঘন্টা অনশন করছেন তিনি। তাঁকে নিকতবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ দলীয় শিক্ষক সংগঠনের সভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী প্রাআথ চট্টোপাধ্যায়। কিন্তু সেখানে তিনি ডাকেননি অনশনকারী শিক্ষক সংগঠনকে। সেই সভা থেবে বেতন কাঠামো সংশোধনের কথা জানালেও তা ছিল ধোঁয়াশা পূর্ণ বলে দাবি শিক্ষকদের। তিনি জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বাড়িয়ে ৩২০০ টাকা করা হচ্ছে। তবে তা যাতে ৩৬০০ টাকা করা যায় কিনা তা তিনি দেখছেন।
উল্লেখ্য বিষয় হল এখন শিক্ষকরা রয়েছে পে ব্যান্ড ২ তে অর্থাৎ ৫৪০০-২৫২০০ যেখানে গ্রেড পে রয়েছে ৫ রকমের। যা হল, ২১০০ টাকা, ২৩০০ টাকা,২৬০০ টাকা, ২৯০০ টাকা এবং ৩১০০ টাকা। শিক্ষামন্ত্রী গ্রেড পে-র বিষয় নিয়ে এদিন চুপ থাকলেও শিক্ষা দফতর সূত্র জানাচ্ছে শিক্ষকদের বেতন বাড়িয়ে পে ব্যান্ড ৩ এ নিয়ে যাওয়া হচ্ছে।

No comments