Header Ads

বাংলা ভাষার সুপ্রিম জয়! সৌজন্যে আব্দুল মান্নান-সুজন চক্রবর্তী।

নজরবন্দি ব্যুরোঃ বাংলা ভাষার বড় জয় হল। এবার থেকে কোর্টের রায়ের অনুবাদ হবে বাংলাতেও জানিয়েদিল সুপ্রিম কোর্ট। কোর্টের রায় অনুবাদ হবে এমন ভাষার তালিকায় বাংলা ছিলনা। এর তীব্র প্রতিবাদ করেন সিপিআইএম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। অন্য ভাষার সাথে বাংলাকেও তালিকা ভুক্ত করার আর্জি জানায় বাম-কংগ্রেস।
বাম ও কংগ্রেসের পক্ষে বাংলা ভাষাকে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট কে চিঠি দেন সুজন চক্রবর্তী এবং আব্দুল মান্নান। এই ক্ষেত্রে সুজন এবং মান্নানের দাবিকে সমর্থন করে তৃণমূলও।
আজ আর্জি জানানোর ২ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বাংলা কে অনুমোদন দিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বাংলা ভাষায় রায় অনুদিত হবে এবার থেকে।
সুপ্রিম কোর্টের রায় কে স্বাগত জানিয়ে সুজন চক্রবর্তী জানিয়েছেন, অন্য ভাষার সাথে বাংলা না থাকায় আমি আর মান্নান দা বিষয় টা বিধানসভায় তুলি। এই দাবিকে মান্যতা দিল সুপ্রিমকোর্ট, স্বাগত জানাচ্ছি।
অন্যদিকে, রাজ্যের নাম পরিবর্তন করে 'বাংলা' রাখার ক্ষেত্রে এখনও টালবাহানা অব্যাহত। এই নিয়ে প্রধানমন্ত্রীর স্মরনাপন্ন হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। তবে এখনো রাজ্যের নাম বাংলা হবে কিনা তা নিয়ে কোন সিদ্ধান্ত জানাননি প্রধানমন্ত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.