Header Ads

অবশেষে বৃষ্টির খবর শোনাল হাওয়া অফিস!

নজরবন্দি ব্যুরো: প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টির খবর শোনাল হাওয়া অফিস। আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের খবর অনুসারে, অন্ধ্র ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার প্রভাবে  শুক্র ও শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওই ঘূর্ণাবর্তের প্রভাবে এই রাজ্যেও নিম্নচাপ তৈরি হতে পারে। তার ফলে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কমবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আজ সকাল থেকেই রোদের তীব্রতা অন্য দিনের থেকে কম। আকাশের মুখ একটু ভার। আজ বিকেলেও গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি না শুরু হওয়া  পর্যন্ত আর্দ্রতাজনিত এই অস্বস্তি চলতে থাকবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.