Header Ads

ইচ্ছে থাকলেও বিরাটদের কোচ হতে পারবেন না মহারাজ!

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায় নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীর পরিবর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার কোচ হওয়ার সম্ভাবনার কথা ছড়িয়ে পড়ে। অনেকেই বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে থাকেন কেন মহারাজকে ভারতীও দলের কোচ করা উচিৎ। কিন্তু কোচ হওয়া তো দূরের কথা, কোচের পদের জন্য আবেদনই করতে পারবেন না সৌরভ। তার কারণ টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য বিসিসিআই যে যোগ্যতামান নির্ধারণ করেছে, তা পূরণ করতে পারবেন না সৌরভ। কি সেই যোগ্যতামান?
(১) কোহলিদের দায়িত্ব নিতে হলে দু'বছর টেস্ট খেলিয়ে দেশের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা প্রয়োজন। অথবা অ্যাসোসিয়েট দেশ, আইপিএল বা সমতুল্য কোনও আন্তর্জাতিক লিগ কিংবা প্রথম শ্রেণির দল কিংবা জাতীয় এ দলের হয়ে অন্তত তিন বছর হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। (২) ৩০টি টেস্ট কিংবা ৫০টি একদিনের ম্যাচ খেলে থাকতে হবে।

 (৩) অবশ্যই বয়স হতে হবে ৬০-এর নিচে। কোচ হবার এই সর্ত গুলির মধ্যে একটি জায়গাতে আটকে যাচ্ছেন দাদা। সেটি হল কোচিং করানোর অভিজ্ঞতা। সৌরভ সেভাবে কোন দলকে কোচিং করাননি। সুধু গত আইপিএল-এ দিল্লীর মেন্টর হিসেবে কাজ করেছেন। ফলে ইচ্ছে থাকলেও এখনি তিনি বিরাটদের সঙ্গে কাজ করতে পারবেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.