এবার অবসর নিয়ে মুখ খুললেন মাহির বাবা।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ওয়েস্ট সিরিজের দল নির্বাচন। তার আগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে জল্পনা অব্যাহত। সূত্রের খবর, ফিটনেসের কারণ দেখিয়ে ক্যারিবিয়ান সফরে নাও যেতে পারেন মাহি। শুধু তাই নয়, ভারতের আর কোনও সিরিজেই ফার্স্ট চয়েস কিপার হিসেবে থাকবেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাহলে তিনি কি অবসর নিচ্ছেন? না এখনও তিনি চুপই আছেন। কিন্তু মাহির বাবা-মা চান যে তার ছেলে অবসর নিয়ে ঘর বাড়ি সামলান।
এই ঘটনা টি বলেছেন ধোনির ছোটবেলার কোচ কেশব ব্যানার্জি। তিনি বলেন “রবিবার ধোনির বাড়ি গিয়েছিলাম। ওর বাবা-মার সঙ্গে কথা হয়েছে। ওঁদের বক্তব্য ধোনির এবার খেলা ছেড়ে দেওয়া উচিত। আমি ওঁদের বলেছি, ধোনির আরও এক বছর খেলা উচিত। টি২০ ওয়ার্ল্ড কাপের পর অবসর নিক ও। ওঁরা মানতে চাননি। ওঁদের বক্তব্য, এত বড় বাড়ি সামলাবে কে? আমি বললাম, আপনারা যখন এতদিন সামলাতে পারলেন, আর একটা বছরও পারবেন”।
এই ঘটনা টি বলেছেন ধোনির ছোটবেলার কোচ কেশব ব্যানার্জি। তিনি বলেন “রবিবার ধোনির বাড়ি গিয়েছিলাম। ওর বাবা-মার সঙ্গে কথা হয়েছে। ওঁদের বক্তব্য ধোনির এবার খেলা ছেড়ে দেওয়া উচিত। আমি ওঁদের বলেছি, ধোনির আরও এক বছর খেলা উচিত। টি২০ ওয়ার্ল্ড কাপের পর অবসর নিক ও। ওঁরা মানতে চাননি। ওঁদের বক্তব্য, এত বড় বাড়ি সামলাবে কে? আমি বললাম, আপনারা যখন এতদিন সামলাতে পারলেন, আর একটা বছরও পারবেন”।

No comments