Header Ads

চাপে পে কমিশন, এবার 'চাতুরীর' অভিযোগ কমিশনের বিরুদ্ধে!

নজরবন্দি ব্যুরো: পে কমিশন নিয়ে রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ রাজ্যের সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। এই পে কমিশনের দাবিতে বহু বার আন্দোলনে নামতে দেখা গিয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের।

আজ পে কমিশনে হিয়ারিং ছিল। সেই মতো প্রস্তুতি নেয় শিক্ষকদের একটা বড় অংশ।
কিন্তু শিক্ষকরা বুঝে যায় পে কমিশনের পাঠান চিঠিতে বেশকিছু জায়গায় চাতুরী আছে। এক শিক্ষকের কথায়,"কমিশন এমন চালাকি করে আমাদের সংগঠনকে চিঠি পাঠায়,যাতে আমরা কোনও প্রকার আইনি সহায়তা নিয়ে কমিশনে প্রবেশ করতে না পারি। তাই, আমাদের আইনি পরামর্শ দাতার  পরামর্শ অনুযায়ী আজ পে কমিশন অফিসে উপস্থিত হয়ে একটা আইনি চিঠি আমরা পে কমিশনের দফতরে জমা দিই।" চিঠিতে জানান হয়েছে, "আমাদের দুজন আইনজীবী এর উপস্থিতিতে আমরা হিয়ারিং এ উপস্থিত থাকব এবং আমাদের রিট পিটিশন অনুযায়ী হিয়ারিং করতে হবে। যদিও পে কমিশন অফিস এহেন অপ্রত্যাশিত আইনি চিঠি পেয়ে বেশ চাপে পড়ে যায়।
শেষে বাধ্য হয় জানায়, দ্রুত পরবর্তী হিয়ারিংয়ের তারিখ তারা জানাবেন। 'বিজিটিএ' আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটানোর। এই সংগঠনের রাজ্য সম্পাদক সউরেন ভট্টাচার্য এক বার্তায় বলেন," মাননীয় শিক্ষক শিক্ষিকা,আপনারা এবার প্রস্তুত হোন রাস্তায় নেমে একটা জবরদস্ত লড়াই এর জন্য। সরকার সংখ্যা দেখে,কারণ সরকার ভোট বোঝে। বাকিটা আপনারা বুঝে নিন।" 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.