কট্টরপন্থীদের ফতোয়া উড়িয়ে কপালে সিঁদুর পরে চেনা মেজাজে রথযাত্রা উৎসবে সাংসদ নুসরত ।
নজরবন্দি ব্যুরোঃ সংসদে বিয়ের পর তিনি এসেছিলেন সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নিয়ে। যা ঘিরে আপত্তি জানায় উত্তরপ্রদেশের কট্টরপন্থী সংগঠন দারুল উলুম উলেমা এ হিন্দ। এরপর জল গড়ায় বহুদূর। তিনি জানিয়েছিলেন কেন তিনি সিন্দুর পড়েছেন। তাই নিজের অবস্থানে অনড় থেকে এদিনের অনুষ্ঠানে গায়ে আঁচল দিয়ে কপালে সিঁদুর পরে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান।
রথযাত্রার নিয়ম মেনে তিনি এদিন নারকোল ফাটিয়ে শুরু করেন পূজার্চনা । এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিখিল জৈন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নুসরতকে দেখা যায় রথের রশিতে টান দিতে। এবং তিনি সর্বধর্ম সম্প্রীতির বার্তা দেন। পাশাপাশি "জয় জগন্নাথ"এর ধ্বনিও শোনা যায় বসিরহাটের সাংসদের কণ্ঠে।হাতে চূড়া গলায় মঙ্গলসূত্র ও হাতের মেহেন্দি নিয়ে ফের চেনা সাজেই ধরা দিলেন নিখিল ঘরনী নুসরত।
Loading...
কোন মন্তব্য নেই