২১শে-র দিনই এক সময় মমতার মঞ্চে আলো করে থাকা রিমঝিম যোগ দিলেন বিজেপিতে।
নজরবন্দি ব্যুরোঃ টলিউডের অন্দরে ঘাসফুল বনাম পদ্মফুলের লড়াই যে দিনে দিনে বেশ প্রকট আকার ধারণ করছে, তা বেশ বোঝাই যাচ্ছিল। আর এবার তৃণমূলের শহীদ দিবসের দিনেই আনুষ্ঠানিক ভাবে বিজেপি তে যোগ দিলেন এক সময়ের ২১শে জুলাই মঞ্চে আলো করে থাকা অভিনেত্রী রিমঝিম মিত্র সহ বেশ কয়েক জন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের সদস্য হিসেবে নাম লেখালেন রিমঝিম।
ফের রাজ্যের বিনোদন ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা খেল তৃণমূল বলে মনে করছে অনেকে। কিছুদিন আগে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন টলিপাড়ার একঝাঁক ছোটপর্দা এবং বড়পর্দার জনপ্রিয় তারকারা। এঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, মৌমিতা গুপ্ত, রূপা ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, লামা (অরিন্দম হালদার), বিশ্বজিত্ গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১২ জন তারকা। তখনি গুঞ্জন চলছিল এই তালিকাতে আছেন রিমঝিম। আর আজ সে কথায় সত্যি করে গেরুয়া শিবিরে ঢুকলেন এই অভিনেত্রী।

No comments