Header Ads

অবসরপ্রাপ্তদের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী! পড়ুন

নজরবন্দি ব্যুরো: অবসরপ্রাপ্তদের নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এলেন শিক্ষামন্ত্রী। তৃণমূলের মহাসচিব জানিয়ে দেন আর অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করা চলবে না।
এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল বিকাশভবনে। ওই বৈঠকে যোগ দিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূলের মহাসচিব। ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।  জাতীয় শিক্ষানীতির খসড়ায় উচ্চ শিক্ষার বিষয়টি নিয়ে এই বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,
"এখন থেকে ঠিক সময়ে পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। অতিথি শিক্ষক নিয়োগ করার আগে দেখতে হবে কি কারণে নিয়োগ হচ্ছে।"  এর পরে শিক্ষামন্ত্রী আরও বলেন, "কোথাও কোথাও ৬৫ বছরের বেশি বয়সের অধ্যাপকদের পুনর্নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ আর করা চলবে না।" এর পরে তিনি জাতীয় শিক্ষানীতির খসড়া নিয়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে লিখিত মতামত জানতে চান। সাত দিনের মধ্যে তাদের মতামত লিখিত আকারে জমা দিতে হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.