কাতার বিশ্বকাপের বাছাই পর্বে কোন গ্রুপে ভারত? কবে খেলা জেনে নিন।
নজরবন্দি ব্যুরোঃ ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ এসে গেল ভারতীয় ফুটবল দলের কাছে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই 'ই' গ্রুপে স্থান পেয়েছেন সুনীলরা। গ্রুপে ভারত ছাড়াও রয়েছে আয়োজক দেশ কাতার, ওমান, বাংলাদেশ এবং আফগানিস্তান। আসুন এবার দেখেনিন কবে কোন দেশের সাথে খেলছে ভারত। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত অভিযান শুরু করছে ৫ সেপ্টেম্বর। ঘরের মাঠে গুরপ্রীত সিংহদের প্রতিপক্ষ ওমান।

No comments