Header Ads

এবার কাশ্মীর সমস্যা সমাধান হবে: রাজনাথ সিং

নজরবন্দি ব্যুরো: জম্মু ও কাশ্মীর নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। মন্ত্রীর দাবি, এবার কাশ্মীর সমস্যার সমাধান হবে। আর এই কাশ্মীর সমস্যার সমাধান করা থেকে বিশ্বের কোনও শক্তি রুখতে পারবে না ভারতকে। এমন মন্তব্য করলেন রাজনাথ সিং।

বলেন,  সরকার কাশ্মীরকে শুধু ভারতের ভূস্বর্গ হিসাবেই প্রতিষ্ঠা করতে চাইছে না। বরঞ্চ পর্যটনের ভূস্বর্গ হিসাবেও তুলে ধরতে চাইছে। শনিবার কাশ্মীরে পৌঁছে কার্গিল যুদ্ধে শহিদ সেনাদের শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
যদিও মন্ত্রী অপারেশন বিজয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে সেখানে এক কর্মসূচিতে যোগ দেন। পরে মন্ত্রী কাশ্মীরের কাটুয়াতে একটি ব্রিজের উদ্বোধন করেন। ব্রিজের উদ্বোধন করে তিনি বলেন, "এবার কাশ্মীরের সমস্যার সমাধান হবেই। দুনিয়ার কোনও শক্তি আর রুখতে পরবে না আমাদের।"

এর পরেই তিনি বলেন, কথা দিয়ে কাজ না হলে কিভাবে সেই সমস্যা সমাধান করতে হয় তা জানা আছে আমাদের। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.