দীর্ঘ দিন পর আবার অভিনয়ে ফিরলেন “আশিকী”-র হিরো রাহুল রায়।
নজরবন্দি ব্যুরোঃ ১৯৯০ এর হিন্দি ছবি ‘আশিকী’ মনে আছে তো? সেই সুপার ডুপার ছবির হিরো রাহুল রায়কে? যার ছবি সেসময় তোলপাড় করেছিল গোটা ভারত। সেই হিরো রাহুল রায় তারপর বেশ কিছু ছবি করেলেও সেভাবে আর নাম করতে পারেন নি। তাঁর পর সময় যত গড়িয়েছে আস্তে আস্তে তিনি প্রযোজনার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এবার তিনি ফিরছেন শুটিং ফ্লোরে। হাঁ আবার অভিনয় করছেন রাহুল রায়। ছবির নাম 'আগ্রা'।
ছবিটি পরিচালনা করছেন কানু বহেল। রাহুল রায় ছারাও এই ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা বোস, আঁচল গোস্বামী, মোহিত আগরওয়াল, রুহানি শর্মার মত অভিনেতা অভিনেত্রীরা। ২০০০ সালের পর আর কোন ছবিতে তিনি অভিনয় করেননি। এবার দীর্ঘ ১৯ বছর পর আবার ক্যামেররা সামনে আশিকির নায়ক। ‘আগ্রা’-তে প্রত্যাবর্তন তাঁর কেমন হয় সেদিকে অনেকেরই নজর থাকবে।
ছবিটি পরিচালনা করছেন কানু বহেল। রাহুল রায় ছারাও এই ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা বোস, আঁচল গোস্বামী, মোহিত আগরওয়াল, রুহানি শর্মার মত অভিনেতা অভিনেত্রীরা। ২০০০ সালের পর আর কোন ছবিতে তিনি অভিনয় করেননি। এবার দীর্ঘ ১৯ বছর পর আবার ক্যামেররা সামনে আশিকির নায়ক। ‘আগ্রা’-তে প্রত্যাবর্তন তাঁর কেমন হয় সেদিকে অনেকেরই নজর থাকবে।

No comments