রাজীব কুমারের গ্রেফতারির রক্ষাকবচ বেড়ে হল ২২শে জুলাই।
নজরবন্দি ব্যুরোঃ আর কিছুদিন গ্রেফতারি থেকে বাঁচলেন রাজীব কুমার। কারন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর রক্ষাকবচ বহাল থাকল আগামী ২২ জুলাই পর্যন্ত। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজীবের গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছে।গত মে মাসে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রাজীব কুমারের আইনজীবীকে ওই মামলা নথিভুক্ত করার অনুমতি দেয়।
সেই মামলার শুনানিতে গত এক মাস তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দেয় আদালত। তবে তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতা ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি তাঁকে সিবিআইয়ের কাছে পাসপোর্ট জমা রাখতেও বলা হয়েছিল। এর মধ্যে সারদা কাণ্ডে সিবিআই তাঁকে সিজিও কমপ্লেেক্স একবার জেরা করেছেন। এবং সুপ্রিম কোটের নির্দেশে শিলংএ তাঁকে ৫ দিন ধরে জেরা করেছিল সিবিআই। সে সময় কোর্টের নির্দেশে গ্রেফতারির উপর স্থগিতাদেশ ছিল।
Loading...
কোন মন্তব্য নেই