Header Ads

রাহুলকে কলা বেচে ২৫ হাজার জরিমানা দিতে হল হোটেল কর্তৃপক্ষকে!

নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অভিনেতা রাহুল বোসের একটি পোস্ট। সেখানে তিনি বলেছিলেন চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে তিনি ২ টি কলার দাম দিতে গিয়ে চক্ষু চড়ক গাছ হএছিল।কারন ওই ২টি কলার দাম ছিল ৪৪২ টাকা! সেই পোস্ট টি ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় ছানবিন।
ডেপুটি কমিশনার ও এক্সাইজ এবং ট্যাক্সেশন কমিশনার নেমে পড়েছিলেন ময়দানে। গত বুধবারই এই ঘটনাটি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়। অবশেষে চণ্ডীগড়ের সেই হোটেল কর্তৃপক্ষকেই আর্থিক জরিমানা করলো চণ্ডীগড়ে প্রশাসন। হোটেল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ সিজিএসটির ১১ ধারা লঙ্ঘন করেছে হোটেল কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.