মন্দিরে পুজো দিয়ে তৃণমূল নেতাদের 'সুবুদ্ধি' কামনা করলেন বিজেপি নেতা কৈলাশ!
নজরবন্দি ব্যুরো: গতকাল দলীয় কাজে হুগলি গিয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। সেখানে গিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দেন এই বিজেপি নেতা। শনিবার দুপুরে বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে সাংবাদিকদের কাছে বলেন, সবার ভাল হোক। রাজ্যের শাসক দল তৃণমূল নেতাদের সুবুদ্ধি হোক।
দলীয় কর্মসূচিতে আরামবাগ গিয়েছিলেন বিজেপির এই হেভি-ওয়েট নেতা। দলীয় কাজ শেষ করে তারকেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। বেরিয়ে কৈলাশ বলেন, সবার মঙ্গল হোক। তৃণমূল নেতাদের সুবুদ্ধি হোক।
এর পরে তিনি আরও বলেন, " এই রাজ্যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয়ে আগুন লাগান হচ্ছে। এর পাশাপাশি বিজেপি কর্মীদের ঘরেও আগুন লাগাচ্ছে। এই সবকিছু করছে তৃণমূল।
পুলিশ চুপ করে দেখছে। অপরাধীদের গ্রেফতার করছে না। বরঞ্চ গ্রেফতার করছে বিজেপি সমর্থকদের। রাজ্যের এমন অবস্থার জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী দায়ী। তিনি তাঁর নেতাদের কাটমানি নেওয়ার জন্য দীর্ঘ দিন সুযোগ দিয়েছিলেন। এখন নিজে সৎ আর বাকি সবাই চোর এরকম একটা ভাব করেছেন। গদি বাঁচানোর জন্য এখন নিজের দলের কর্মীদের বদনাম করছে, যা খুব লজ্জাজনক।
দলীয় কর্মসূচিতে আরামবাগ গিয়েছিলেন বিজেপির এই হেভি-ওয়েট নেতা। দলীয় কাজ শেষ করে তারকেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। বেরিয়ে কৈলাশ বলেন, সবার মঙ্গল হোক। তৃণমূল নেতাদের সুবুদ্ধি হোক।
এর পরে তিনি আরও বলেন, " এই রাজ্যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয়ে আগুন লাগান হচ্ছে। এর পাশাপাশি বিজেপি কর্মীদের ঘরেও আগুন লাগাচ্ছে। এই সবকিছু করছে তৃণমূল।
কোন মন্তব্য নেই