Header Ads

ইডি দফতরে প্রসেনজিত্ চলছে জেরা।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে টানা জেরা করা হয় টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর আজ রোজভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিলেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। দিন কয়েক আগে তাঁকে তলব করেছিলেন ইডি আধিকারিকরা। সেই মতো শুক্রবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছন প্রসেনজিত্। ইতিমধ্যেই জেরা শুরু হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। রোজভ্যালির একটি প্রজেক্টে কাজ করার জন্য কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল।
 সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদ এর জন্যে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন ইডি-র দফতরে গাড়ি থেকে নামার সাথে সাথে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছেঁকে ধরেন প্রসেনজিত্কে কিছু বলার জন্য। কিন্তু তিনি বলেন এখন কিছু বলব না .. যা বলার পরে বলব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.