শিক্ষামন্ত্রীর আশ্বাস, বেতন বাড়তে চলেছে শিক্ষকদের
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বঙ্গে ফুটেছে পদ্ম। ১৮ টি লোকসভা কেন্দ্রে হারতে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যদিও এই পরাজয় অপ্রত্যাশিত ছিল তৃণমূলের কাছে। এই পরাজয়ের পর থেকে তৃণমূলের সাধারণ সমর্থক থেকে নেতারা বিজেপিতে নাম লেখাতে শুরু করেছেন। যদিও এই ভাঙন রোখার দায়িত্ব নিজের ঘাড়েই তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী।
নির্বাচনে এই পরাজয়ের কারণ হিসাবে উঠে আসে রাজ্য সরকারী কর্মচারীদের উপযুক্ত বেতন না দেওয়া এবং নিয়োগ নিয়ে দুর্নীতি। যদিও পরে এই দুই বিষয়ে জটিলতা কাটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
এবার রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন জট কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এবার সমাধানের পথে প্রাথমিক শিক্ষকদের বেতন-বৈষম্য। এসএসকে-এমএসকে এবং অতিথি শিক্ষকদের বেতন সংক্রান্ত বিতর্কের সমাধান হয়েছে আগেই। এখন প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরকরাই প্রধান লক্ষ্য রাজ্য সরকারের। খুব তাড়াতাড়ি প্রাথমিক শিক্ষকদের কিছু সংগঠনের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনায় বসবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "২১ জুলাইয়ের পর নজরুল মঞ্চে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সভা ডাকা হবে। ওখানেই প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।" তিনি আরও জানিয়েছেন, " নিজেদের দাবি আদায়ে যে প্রাথমিক শিক্ষকেরা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাঁরা যদি ছুটি না নিয়ে এই আন্দোলন করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য।
এদের ছুটি অ্যাডজাস্ট করা হবে না। আর তাই স্কুলশিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে স্কুলশিক্ষা দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, "এখন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা মাধ্যমিক পাশের যোগ্যতায় বেতন পেয়ে থাকেন। উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ এবং ২ বছরের প্রশিক্ষণ থাকার পর বেতন যা হওয়া উচিত সেই হারেই তা বাড়ান হবে।" রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে খুশির হাওয়া শিক্ষকদের মধ্যে।
নির্বাচনে এই পরাজয়ের কারণ হিসাবে উঠে আসে রাজ্য সরকারী কর্মচারীদের উপযুক্ত বেতন না দেওয়া এবং নিয়োগ নিয়ে দুর্নীতি। যদিও পরে এই দুই বিষয়ে জটিলতা কাটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
এবার রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন জট কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এবার সমাধানের পথে প্রাথমিক শিক্ষকদের বেতন-বৈষম্য। এসএসকে-এমএসকে এবং অতিথি শিক্ষকদের বেতন সংক্রান্ত বিতর্কের সমাধান হয়েছে আগেই। এখন প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরকরাই প্রধান লক্ষ্য রাজ্য সরকারের। খুব তাড়াতাড়ি প্রাথমিক শিক্ষকদের কিছু সংগঠনের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনায় বসবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "২১ জুলাইয়ের পর নজরুল মঞ্চে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সভা ডাকা হবে। ওখানেই প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।" তিনি আরও জানিয়েছেন, " নিজেদের দাবি আদায়ে যে প্রাথমিক শিক্ষকেরা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাঁরা যদি ছুটি না নিয়ে এই আন্দোলন করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য।
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে স্কুলশিক্ষা দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, "এখন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা মাধ্যমিক পাশের যোগ্যতায় বেতন পেয়ে থাকেন। উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ এবং ২ বছরের প্রশিক্ষণ থাকার পর বেতন যা হওয়া উচিত সেই হারেই তা বাড়ান হবে।" রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে খুশির হাওয়া শিক্ষকদের মধ্যে।

"রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে খুশির হাওয়া শিক্ষকদের মধ্যে"-এই খবরটি কোথায় পেলেন?
ReplyDelete