বিরাটদের জার্সিতে আসছে নতুন স্পনসর।
নজরবন্দি ব্যুরোঃ ২০১৭ সালে মার্চ মাস থেকে ভারতীয় দলের প্রধান স্পনসর হিসেবে ১০৭৯ কোটি টাকায় পাঁচ বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত চুক্তি হয়েছিল চিনা মোবাইল সংস্থা ওপোর সঙ্গে। কিন্তু এবার সেই চুক্তি থেকে সরে আসছে ওই মোবাইল সংস্থা। ফলে সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিরাটদের জার্সিতে আর থাকবে না ওপোর লোগো। তাঁর বদলে এবার আসছে নতুন স্পনসর। সুত্রের খবর এবার ভারতীও জারশিতে দেখা যাবে এক শিক্ষা মুলক অ্যাপ বাইজু-র লোগো।
বিশ্বকাপের পরই এবার ভারতীয় দলের সঙ্গে চুক্তি ভাঙ্গার জন্য আবেদন করেছিল ওপো। বোর্ড তাঁদের পরামর্শ দেয় চুক্তি না ভেঙে তা বিক্রি করে দিতে সেই মত ওই চিনা মোবাইল সংস্থা তাদের চুক্তি বিক্রি করে দেন শিক্ষামূলক অ্যাপ বাইজু-র কাছে। সেই মত দক্ষিণ আফ্রিকা সফর থেকে এবার থেকে ওপোর বদলে জার্সিতে থাকবে তাদের লোগো।


No comments