কলকাতা পুরসভায় হাজারেরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি!
নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে ধাক্কা খাবার পর, শাসক দল তৃণমূল কংগ্রেস বুঝতে পারে নিয়োগ নিয়ে উদ্যোগ না নেবার কারণেই রাজ্যের যুবক-যুবতীদের একটা বড় অংশ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তাই এবার নিয়োগ নিয়ে উদ্যোগ নিল রাজ্য সরকার।
অবশেষে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা। ১৩০০ কর্মী নিয়োগ করতে চলছে পুরসভা। এই নিয়োগ হবে ড্রাইভার, মজদুর ও ওভারসীয়ার পদে।
এবার থেকে জঞ্জাল সাফাই বিভাগের ওভারসিয়ার নিয়োগে কিছুটা বদল আসতে চলেছে। এতদিন বিভাগের মাধ্যমিক উত্তীর্ণ সাব ওভারসিয়াররাই পদোন্নতির মাধ্যমে ওভারসিয়ার হতে পারতেন। এবার নতুন নিয়মে ওভারসিয়ার পদের যোগ্যতা-মান কমিয়ে অষ্টম শ্রেণী করার পরিকল্পনা চলছে।
এর সঙ্গে সামনের মাসের মাঝামাঝি সময় থেকে জঞ্জাল সাফাই বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে কলকাতা পুরসভা। এবার থেকে প্রমোশন নিয়ে আর পুরনো দফতরে থাকা চলবে না। আর এই জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুরসভা।
তাই এবার নিয়োগ নিয়ে উদ্যোগ নিল রাজ্য সরকার।
অবশেষে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা। ১৩০০ কর্মী নিয়োগ করতে চলছে পুরসভা। এই নিয়োগ হবে ড্রাইভার, মজদুর ও ওভারসীয়ার পদে।
এবার থেকে জঞ্জাল সাফাই বিভাগের ওভারসিয়ার নিয়োগে কিছুটা বদল আসতে চলেছে। এতদিন বিভাগের মাধ্যমিক উত্তীর্ণ সাব ওভারসিয়াররাই পদোন্নতির মাধ্যমে ওভারসিয়ার হতে পারতেন। এবার নতুন নিয়মে ওভারসিয়ার পদের যোগ্যতা-মান কমিয়ে অষ্টম শ্রেণী করার পরিকল্পনা চলছে।

No comments