Header Ads

ফের হালিসহর পুরসভা দখল করবে বিজেপি! চ্যালেঞ্জ নিলেন মুকুল রায়

নজরবন্দি ব্যুরো: হালিসহর নিয়ে হাল ছাড়তে নারাজ বিজেপি। এবার বিজেপি নেতা মুকুল রায়ের বক্তব্যের পরে ফের জল্পনা শুরু রাজনৈতিক মহলে। মুকুল বাবুর দাবি হালিসহর পুরসভার দখল নেবে বিজেপি।
মুকুল রায় বলেন, এক সপ্তাহের মধ্যে ফের বিজেপির দখলে আসবে হালিসহর পুরসভা। কোনও কাউন্সিলরকে ভয় দেখিয়ে বিজেপিতে আনা হয় নি। দলত্যাগী কাউন্সিলররা প্রত্যেকে নিজের ইচ্ছায় বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কাঁচরাপাড়া, হালিসহরে বিজেপি মানুষের ভোটে জিতেছে। খুব শীঘ্রই হালিসহর পুরসভার পুর প্রধান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। অংশুমান চেয়ারম্যান হয়েছে আমার দয়াতে।
প্রসঙ্গত, কিছু দিন আগে পর্যন্ত হালিসহর পুরসভা ছিল তৃণমূলের হাতে।
পুরসভার ২৩ আসনের মধ্য ২১টি ছিল তৃণমূলের, ১টি নির্দল ও একটি বিজেপির। লোকসভা ভোট মিটতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান বহু কাউন্সিলর। বিজেপিতে যোগ দেন দলের ১৮ জন কাউন্সিলর। ফলে সংকটে পড়ে যায় তৃণমূল কংগ্রেস। পরে বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলারদের মধ্যে ৯ জন ফের ফের রাজ্যের শাসক দলে ফেরেন। ফলে ২৩ আসনের পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ১২ জন। বিজেপির ১০ জন। এর পরও বোর্ড গঠনের চ্যালেঞ্জ নিলেন মুকুল রায়। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.