Header Ads

কর্ণাটকের পর গোয়া, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১০ বিধায়ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে ভরাডুবির পরে বিভিন্ন রাজ্যে কংগ্রেস বিধায়করা দল ছাড়ছেন। আর এর জেরে বিপদে পড়েছেন কংগ্রেস নেতৃত্ব। কর্ণাটকের পর এবার গোয়া কংগ্রেসে বড় রকমের ধাক্কা।
কংগ্রেসের বিপদ বাড়ালেন দলের বিধায়করা। বিজেপিতে যোগ দিলেন রাজ্যর ১০ জন কংগ্রেস বিধায়ক। গতকাল দিল্লিতে পৌঁছে গিয়েছেন ওই ১০ কংগ্রেস বিধায়ক। ওই ১০ জনের মধ্যে আছেন বিরোধী দলনেতা চন্দ্রকান্ত বাবু কাভেলকর। গুঞ্জন নতুন সরকারে তাঁকে উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে। ওই ১০ বিধায়করা হলেন, বাবু কাভালেকর, বাবুশ মোনসেরাটে, জেনিফার মোনসেরাটে, টোনি ফার্নান্ডেজ, ফ্রান্সিস সিলভেরিয়া, ফিলিপে রডরিগজ, ক্লাফাসিও, উইল্ডফ্রে ডি সিলভা, নীলকান্ত হালানকার ও ইসিডোরে ফার্নান্ডেজ।
আজ ওই ১০ বিধায়ক অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন। এর পরে কবে তারা স্পিকারের সঙ্গে দেখা করবেন, ওই বৈঠকে ঠিক করবেন। যদিও ইতিমধ্যে তাঁদের দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন।
গোয়া বিধানসভায় মোট আসনসংখ্যা ৪০। এ মধ্যে রয়েছে বিজেপির ১৭, কংগ্রেসের ১৫, এনসিপির ১, মহারাষ্ট্র গো মন্তক পার্টির ১, গোয়া ফরওয়ার্ড পার্টির ৩ বিধায়ক। এখন কংগ্রেসের ১০ বিধায়ক বিজেপিতে যোগ দিলে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.