Header Ads

দুর্নীতিতে জড়িয়ে গেল এমএস ধোনি ও সাক্ষী ধোনির সংস্থার নাম!

নজরবন্দি ব্যুরো: নয়ডার আম্রপালি আবাসন প্রকল্প মামলায় নাম জড়াল ধোনির সংস্থার। এর ফলে বিতর্কে জড়ালেন ধোনি নিজেও। আম্রপালি গ্রুপ ক্রেতাদের থেকে যে টাকা নিয়েছে তা জমা করেছে এমএস ধোনি ও সাক্ষী ধোনির সংস্থায়। এমনটাই জানাল শীর্ষ আদালত। ওই প্রকল্পের রেজিস্ট্রেশন বাতিল করার রায় দিয়েছে শীর্ষ আদালত।
ওই প্রকল্পটির ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড-কে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি জানিয়েছেন, ধোনির সংস্থা সঙ্গে আম্রপালির এই সমঝোতা প্রকাশ্যে আসে শীর্ষ আদালতের নির্দেশের পরেই।
একটি অডিট হয় ২০১৮ সালে। অখনই দেখা গিয়েছে, আম্রপালি গোষ্ঠী ধোনির সংস্থাকে ৪২.২২ কোটি টাকা দিয়েছে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত। ধোনির ওই সংস্থার ডিরেক্টর পদে আছেন খোদ মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনি। এমনকি এক সময় ওই আম্রপালি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ধোনি।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র বলেন, "আম্রপালি ইতিমধ্যেই অনেকের সঙ্গে প্রতারণা করেছে। আর প্রতারণা করতে দেওয়া চলবে না। বাড়ির চাবি হাতে পাবার পরে তবেই গৃহঋণের টাকার সুদ দেবে ক্রেতারা।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.