Header Ads

রাতের কলকাতায় আবার এক অভিনেতা হেনস্থার শিকার!

নজরবন্দি ব্যুরোঃ রাতের কলকাতা ক্রমেই বিভীষিকা হয়ে উঠছে। মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, অভিনেতা জিতু কমলের পর আবার রাতের কলকাতাই হেনস্থার শিকার টলিউডের আরও এক অভিনেতা দেবজয়। প্রসঙ্গত তিনি প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের ভাইপো। ঘটনাটি ঘটে গল্ফগ্রিনের কাছে যখন দেবজয় ও তাঁর বান্ধবী একটি এটিএম এ টাকা তুলতে যাচ্ছিলেন সেখানে কয়েকজন দুষ্কৃতী তাঁদের হেনস্থা করতে থাকে।
 অভিনেতা তার প্রতিবাদ করতে গেলে তাঁকে তাঁর বান্ধবীর সামনেই বেধড়ক লাথি , ঘুষি মারতে থাকে। এই পুরো ঘটনায় হতভম্ব দেবজয় মল্লিক গতকাল রাতেই হাসপাতাল থেকে ফেসবুক লাইভ করেন। ঘটনার পর যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই অভিনেতা। তবে এই ঘটনায় এখন কাওকে গ্রেফতার করা হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.