মেট্রোতে মৃত সজল কাঞ্জিলালের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ সুধু পেশা নয় নেশার টানেও লিটল ম্যাগাজিন বিক্রি করতেন। রবীন্দ্রসদন চত্বরে পরিচিত মুখ ছিলেন কসবা বোসপুকুরের বাসিন্দা সজল কুমার কাঞ্জিলাল। গত কার মেট্রোয় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতেই কসবায় মৃতের বাড়িতে যান স্থানীয় বিধায়ক জাভেদ খান, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। মৃতের পরিজনের সঙ্গে কথা বলেন তাঁরা।
রাজ্য সরকারের তরফে পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন সাংসদ মালা রায়। এদিকে আজ রবিবার পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী-সহ বামেদের প্রতিনিধিদলও মৃতের বাড়িতে যাবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য শনিবার পার্কস্ট্রিট স্টেশনে মেট্রোয় উঠতে গিয়ে টোকেন-সহ সজল কাঞ্জিলালের হাত আটকে যায় এসি রেকের দরজায়। বাকি শরীর তখন বাইরে। মেট্রো চলতে শুরু করে টানেলে ঢুকে পড়ে বেশ কয়েকটি কামরা। বিপদ বুঝে আচমকা ব্রেক কষেন মোটরম্যান। লাইনে পড়ে যান ঝুলতে থাকা সজলবাবু।
কোন মন্তব্য নেই