Header Ads

প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

নজরবন্দি ব্যুরোঃ আজ রবিবার সকাল পৌনে আটটা নাগাদ জীবনাবসান হল বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এরশাদের জন্ম হয়েছিল ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায়। স্নাতক হয়ে তিনি যোগ দেন পাক বাহিনীতে। মু্ক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন পাকিস্তানে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তাঁকে বাংলাদেশের সেনাবাহিনীতে নেওয়া হয়। ১৯৮২ সালে রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে হটিয়ে সামরিক শাসন নিয়ে ২৪শে মার্চ সরকার গঠন করেছিলেন তিনি।
 বাংলাদেশের সেনা প্রধান থেকে দেশের শাসনক্ষমতা দখল করেন তিনি। দেশের রাষ্ট্রপতি ছিলেন ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত। ১৯৮২ সালের ২৪ এপ্রিল দেশের তত্কালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে দেশে সেনা শাসন জারি করেন। শেষপর্যন্ত অবশ্য গণ আন্দোলনের চাপে তাঁকেও সরে যেতে হয় ক্ষমতা থেকে। অবৈধভাবে ক্ষমতাদখল তো বটেই আর্থিক কেলেঙ্কারি মহিলাঘটিত বিতর্কেও ছিল তাঁকে ঘিরে।গত ২৭শে জুন সিএমএইচ-এ ভর্তি করা হয় এরশাদকে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এরশাদ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। গত দুইদিন ধরে তাঁর কোন অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দিচ্ছিল না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.