Header Ads

অসহিষ্ণুতা ভাবাচ্ছে বিশিষ্টজনদের, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী চিঠি

নজরবন্দি ব্যুরো: অসহিষ্ণুতা বাড়ছে গোটা দেশ জুড়ে। দমবন্ধ করা সেই গুমট পরিবেশে সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিসহ। এর হাত থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অপর্ণা সেন, কৌশিক সেন, মণি রত্নম, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ সহ মোট ৪৯জন তারকা। দেশকে এই অসহিষ্ণু পরিবেশ থেকে বাঁচাতে শিল্পী সমাজের এমন উদ্যোগ।

এবার অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্টজনদের।
অসহিষ্ণুতা হল মধ্যযুগীয় বর্বরতা! চিঠিতে এমনই উল্লেখ করেছেন বিশিষ্টজনরা। রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে । আর তা না বললে তাদের মারধর করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে এমন ঘটনার সাক্ষী থাকছেন সাধারণ মানুষ। এর পাশাপাশি দেশের দলিত ও সংখ্যালঘুদের উপর হামলা ক্রমশ বাড়ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। এতে উদ্বিগ্ন শিল্পীমহল। এরজন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

তারকারা ছাড়া এই চিঠিতে রয়েছেন, লেখক, সমাজকর্মী, চিকিৎসক, সাধারণ নাগরিক সহ মোটা ৪৯ জন। অঞ্জন দত্ত, কেতন মেহতা, অনুপম রায়, রূপম ইসলাম, ঋদ্বি সেন, ঐতিহাসিক রামচন্দ্র গুহ সহ বহু বিশিষ্ট মানুষ সই করেন এই চিঠিতে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.