এবার বাজারে আসছে হিরো আলম কে নিয়ে গেম!
নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ার দৌলতে বাংলাদেশের হিরো আলম কে র কারও চিনতে বাকি নেই। তাঁর প্রায় সব ভিডিও ভাইরাল হয় সোশ্যাল সাইটে। কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচন দাঁড়িয়েছিলেন তিনি। তা নিয়েও অনেক ঘটনা ঘটেছে। আর তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। আবার তিনি খবরে তবে এবার একটু অন্য রকম ভাবে। সোনা যাচ্ছে এবার একটি অ্যাডভেঞ্চারাস ভিডিও গেমে বাজারে আসছে তার নামে।
গেম তার নাম “হিরো আলম মলম”। গুগল প্লে তে পাওয়া যাবে গেমটি। এক একটি ভয়ঙ্কর ধাপ পেরিয়ে এগিয়ে যেতে হবে এই গেমে। মনেকরা হচ্ছে বেশ জনপ্রিয়তা পাবে এই গেম। তবে সুত্রের খবর হিরো আলম কে না জানিয়েই এই গেমটি তৈরি হয়েছে যার জন্য তিনি খোঁজ খবর নিতে শুরু করেছেন বিভিন্ন ভাবে।
কোন মন্তব্য নেই