বিজেপি কর্মী খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে
নজরবন্দি ব্যুরো: এলাকার তৃণমূলের নেতা খুনে নাম জড়িয়ে ছিল তাঁর। ফেরার ছিলেন অনেক দিন। সেই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হল গ্রামের পাশের এক খাল থেকে। ওই মৃত ব্যক্তির নাম কাশীনাথ ঘোষ।
বিজেপির অভিযোগ, এই খুনের ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত। যদিও এই অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের নকুন্ডা এলাকায়। আজ সকালে খালে কাশীনাথ ঘোষের দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। পরে পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।
কাশীনাথের পরিবার থেকে পাওয়া খবর অনুসারে, গতকাল রাতে বাড়িতে আসেন নি তিনি। পরে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। রবিবার দেহ খালে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি এই খুনের পিছনে তৃণমূলের হাত আছে। যদিও বিজেপিও এই একি অভিযোগ করেছে।
অভিযোগ, শনিবার রাতে তাদের দলের সমর্থক কাশীনাথকে খুন করে তৃণমূল। পরে দেহ খালে ফেলে দেয়। যদিও বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
বিজেপির অভিযোগ, এই খুনের ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত। যদিও এই অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের নকুন্ডা এলাকায়। আজ সকালে খালে কাশীনাথ ঘোষের দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। পরে পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।
কাশীনাথের পরিবার থেকে পাওয়া খবর অনুসারে, গতকাল রাতে বাড়িতে আসেন নি তিনি। পরে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। রবিবার দেহ খালে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি এই খুনের পিছনে তৃণমূলের হাত আছে। যদিও বিজেপিও এই একি অভিযোগ করেছে।
কোন মন্তব্য নেই