Header Ads

এবার CBI-এর নজরে মেয়র ফিরহাদ হাকিম!

নজরবন্দি ব্যুরো: এবার নারদা মামলায় কলকাতা পুরসভার মেয়রকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পুরসভার ভিআইপি করিডরে  কারা দায়িত্বে সামলাতেন, তা জানতে চাওয়া হয়।
এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয় চার জন আধিকারিককে অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। নারদা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। আজ দুজনের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা।
আগেই নারদকাণ্ডে নাম জড়িয়েছিল কলকাতা পুরসভার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। টিভির পর্দায় তোয়ালেতে জড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই নারদ তদন্তের গতি বাড়াতে কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিল সিবিআই।
মেয়রকে সরাসরি চিঠি ধরিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার।
ওই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা পুরসভার ভিআইপি করিডরের দায়িত্বে ছিলেন এমন ৪ জনকে জেরার জন্য পাঠাতে হবে সিবিআই দফতরে। সম্ভবত আজি সিবিআই দফতরে হাজিরা দেবেন কলকাতা পুরসভার ২ আধিকারিক।

তদন্ত যেদিকে গড়াচ্ছে তাতে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর সঙ্গে আজ ২ আধিকারিককে জেরা করবে সিবিআই অফিসাররা। ওই আধিকারিকরা সিবিআইয়ের জেরার মুখে কি উত্তর দেন তা নিয়েও বেশ চাপে আছেন রাজ্যের একাধিক তৃণমূল নেতা।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.