Header Ads

তৃণমূলকে হারিয়ে বড় জয় বামেদের!

নজরবন্দি ব্যুরো: এক সময় এই রাজ্য ছিল বামেদের দুর্গ। কিন্তু এই ভাবনার পরিবর্তন হয় ২০১১ সালে। দীর্ঘ ৩৪ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।
আর এর পর থেকে বামেদের শক্তি কমতে কমতে এখন নিশ্চিহ্ন হবার মুখে এসে দাঁড়িয়েছে। শেষ লোকসভা নির্বাচনে বামেদের ভোট কমে এসে ৬ শতাংশের কাছে দাঁড়িয়েছে।
এই রকম পরিস্থিতির মধ্যে বামেরা তৃণমূলকে হারিয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে আনল। যা খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, খিদিরপুর আইটিসি কারখানায় ৬৭.৭২ শতাংশ ভোট পেয়ে টিএমসির শ্রমিক সংগঠনকে গোহারা হারিয়ে জয়ী বাম শ্রমিক সংগঠন। CITU-র প্রাপ্ত ভোট ২০৯ টি। অপরদিকে INTUC-র প্রাপ্ত ভোট ৯৬ টি।

এই জয় কিছুটা হলেও এই রাজ্যের বাম সমর্থকদের উৎসাহ যোগাবে বলে মনে করছে বাম নেতৃত্ব।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.