Header Ads

দেবযানীকে ফের জেরা, এবার দ্রুত তদন্তের কাজ শেষ করতে চাইছে সিবিআই।

নজরবন্দি ব্যুরো: সারদা কাণ্ডে ফের একবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেবযানী মুখোপাধ্যায়কে। আজ সকালে প্রেসিডেন্সি জেলে হাজির হয় সিবিআই-এর কর্তারা। তদন্তকারী অফিসাররা জেলের মধ্যে জিজ্ঞাসাবাদ করে দেবযানীকে।
সারদা কাণ্ডে নতুন কিছু তথ্য খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। আর সেই তথ্য গুলি সঠিক কিনা জানতে সকাল থেকে জেরা করাহচ্ছে দেবযানীকে।
এক সূত্রের দাবি, সম্প্রতি প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারকে জেরা করে তদন্তকারী সংস্থা। এর পরেই আর এক পুলিশ কর্তা অর্ণব ঘোষকে জেরা করে তদন্তকারী অফিসাররা। এই দুই পুলিশ কর্তাকে জেরা করে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় সিবিআই।

আর এর পরে গতকাল বারাসত আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে নতুন করে জেরা করতে চেয়ে আবেদন করেন সিবিআই-এর কর্তারা। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে আদালত সিবিআই-এর আবেদন মঞ্জুর করেন। আর আজ দেবযানীকে জেরা করতে জেলে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। হাতে আসা সব তথ্যের সত্যতা জানতে ফের একবার জেরা করা হতেপারে সারদা-কর্তা সুদীপ্ত সেনকে। এর সাথে আরও কয়েকজন প্রভাবশালীকে জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.