চলে গেলেন বর্ষীয়ান কং নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডি।
নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডি। আজ রবিবার ভোরে হায়দরাবাদের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যু কালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৭৭ বছর। জয়পাল রেড্ডি ১৯৮৪ সাল থেকে সাংসদ। লোকসভায় ৫ বার এবং রাজ্যসভায় দু'বারের সাংসদ তিনি। ইন্দ্রকুমার গুজরাল মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলেন। প্রথম ইউপিএ সরকারের আমলে নগরোন্নয় এবং সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন তিনি।
দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে প্রথমে নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বভার পেলেও পরবর্তী সময় পেট্রোলিয়ান এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী করা হয় তাঁকে। ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হন তিনি। তাই ক্রাচের সাহায্য নিয়েই হাঁটাচলা করতেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক ময়দানে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে রাহুল গাঁধী টুইট করেন তিনি টুইটে লেখেন “এমন একজন নেতাকে হারানোর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অসাধারণ সাংসদ ছিলেন। তেলঙ্গানার মহান সন্তান তিনি। নিজের সমস্ত জীবন জনগণের কাজে উত্সর্গ করেছিলেন”।

No comments