মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপদ বুঝে মিডিয়ার ঘাড়ে দোষ চাপালেন কেশরীনাথ ত্রিপাঠি।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের বিদায়ী রাজ্য পালের একটি বিবৃতি নিয়ে শোরগোল পরে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যের শান্তি পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। তিনি সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্য বাংলায় শান্তি বিঘ্নিত। বাংলার সমস্ত নাগরিককেই সমান চোখে দেখা উচিত। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির প্রয়োজন”।
কেশরীনাথ ত্রিপাঠির এই বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা করেন তৃণমূলের নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এর পরেই নিজের বক্তব্য ভুল ব্যাখ্যা করেছেন সংবাদ মাধ্যম বলে মন্তব্য করেছেন বিদায়ী রাজ্যপাল। তিনি বলেন “আমার মন্তব্যের ভুল ব্যখ্যা করা হচ্ছে, আমি মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছি। আমার বিবৃতির শুধুই একটা অংশ নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। জলঘোলা হচ্ছে, কেবল ওই একটা অংশ নিয়েই”। কিন্তু রাজনৈতিক মহলের কিছু অংশ মনে করছেন নিজের ওই বক্তব্য যে বলা ঠিক হয়নি তা নিজেই বুঝতে পেরেছেন তিনি, তাই সমস্ত দোষ মিডিয়ার ঘাড়ে চাপিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন বিদায়ী রাজ্যপাল।
কেশরীনাথ ত্রিপাঠির এই বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা করেন তৃণমূলের নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এর পরেই নিজের বক্তব্য ভুল ব্যাখ্যা করেছেন সংবাদ মাধ্যম বলে মন্তব্য করেছেন বিদায়ী রাজ্যপাল। তিনি বলেন “আমার মন্তব্যের ভুল ব্যখ্যা করা হচ্ছে, আমি মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছি। আমার বিবৃতির শুধুই একটা অংশ নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। জলঘোলা হচ্ছে, কেবল ওই একটা অংশ নিয়েই”। কিন্তু রাজনৈতিক মহলের কিছু অংশ মনে করছেন নিজের ওই বক্তব্য যে বলা ঠিক হয়নি তা নিজেই বুঝতে পেরেছেন তিনি, তাই সমস্ত দোষ মিডিয়ার ঘাড়ে চাপিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন বিদায়ী রাজ্যপাল।

No comments