Header Ads

রাজ্যের বৃত্তিমূলক শিক্ষকদের পাশে বাম বিধায়করা, দ্রুত মিটতে চলেছে সমস্যা?

নজরবন্দি ব্যুরো: রাজ্যের বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার দীর্ঘদিন উদাসীন। এমনটাই অভিযোগ। এবার বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে সোচ্চার হলেন নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি। গতকাল সংগঠনের রাজ্য সম্পাদক শুভাশিস ব্যানার্জি বলেন, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উদাসীনতায় বিপদের মুখে দাঁড়িয়ে গোটা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা।
শিক্ষকের অভাবে কার্যত বন্ধ হতে চলেছে পঠনপাঠন। একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে ক্লাস করতে গিয়ে বিষয় ভিত্তিক শিক্ষকের অভাবে পড়ুয়াদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। পাশাপাশি শিক্ষক, প্রশিক্ষক এবং নোডাল কর্মীদের অবস্থা আরও শোচনীয়। ২০১১ সালের পরে একবার সামান্য পরিমাণ বেতন বৃদ্ধি হলেও, প্রয়োজনের তুলনায় তা একেবারে অতি সামান্য।

শুভাশিস বাবু আরও জানান, রাজ্য সরকার অন্যান্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি করলেও ভোকেশনাল শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি করেননি। অভিযোগ,একাধিকবার রাজ্য সরকারের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলেও শিক্ষকদের দাবি পূরণের ক্ষেত্রে সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে ভোকেশনাল শিক্ষকদের দুর্দশার কথা শুনে পাশে থাকার আশ্বাস দেন বাম বিধায়ক আমজাদ হুসেন।
তিনি বিধানসভার প্রশ্ন-উত্তর পর্বে বিষয়টি তোলেন। এবিভিটিএ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে লিখিত ভাবে সমস্যার কথা তুলে ধরা হয়।

বিধায়ক সুজন চক্রবর্তী জানান, বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়েছেন বৃত্তিমূলক শিক্ষকদের ব্যাপারে ইতিমধ্যেই অর্থ-দফতরে একটি ফাইল জমা পড়েছে। রাজ্যের অর্থ-দফতরের অনুমতি পেলেই সেটিকে কার্যকর করা হবে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.