১০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন দিলীপ ঘোষ।
নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় নাম জড়ায় দিলীপ ঘোষের। তাঁর নামে দায়ের হয় এফআইআর। সেই ঘটনায় আগাম জামিনের আবেদন জানান বিজেপি রাজ্য সভাপতি। ১০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। এদিন হাইকোর্টে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ভালো ফলের পর রাজ্যজুড়ে বিজয়মিছিল করার কর্মসূচি নেয় বিজেপি। কিন্তু বিজেপির বিজয়মিছিলকে ঘিরে বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই বিজয়মিছিল করার অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির বিজয়মিছিল ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
প্রসঙ্গত, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ভালো ফলের পর রাজ্যজুড়ে বিজয়মিছিল করার কর্মসূচি নেয় বিজেপি। কিন্তু বিজেপির বিজয়মিছিলকে ঘিরে বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই বিজয়মিছিল করার অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির বিজয়মিছিল ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
Loading...
কোন মন্তব্য নেই