সারদা কাণ্ডে এবার ডাক পরল ডেরেক ও'ব্রায়েনের।
নজরবন্দি ব্যুরোঃ সারদা কাণ্ডে এবার ডাক পরল তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েনের। গত বৃহস্পতিবার তাঁকে চিঠি দিয়ে তলব করে সিবিআই। কিন্তু এখন চলছে সংসদের অধিবেশন তাই তিনি আজ শনিবার সিবিআই কে চিঠি দিয়ে জানান আগামী ৭ অগাস্ট শেষ হবে সংসদের চলতি অধিবেশন। তার পর হাজিরা দেবেন তিনি।
সুত্রের খবর সারদার টাকা কি ভাবে ‘জাগো বাংলা’নামে তৃণমূলের মুখপাত্র তে ব্যবহার কড়া হয়েছে সেই তথ্য নিয়েই জানতে চাইবেন সিবিআই অফিসাররা। তবে ডেরেকে দাবি করেছেন তিনি রাজ্য সভাতে সরকারের বিরধিতায় সবর হয়েছেন বলেই তাঁকে চাপে রাখার জন্যই এই তলব।
সুত্রের খবর সারদার টাকা কি ভাবে ‘জাগো বাংলা’নামে তৃণমূলের মুখপাত্র তে ব্যবহার কড়া হয়েছে সেই তথ্য নিয়েই জানতে চাইবেন সিবিআই অফিসাররা। তবে ডেরেকে দাবি করেছেন তিনি রাজ্য সভাতে সরকারের বিরধিতায় সবর হয়েছেন বলেই তাঁকে চাপে রাখার জন্যই এই তলব।

No comments