তৃণমূল নেতাদের সুবুদ্ধি হোক! ভোলানাথের মাথায় জল ঢেলে কামনা কৈলাসের।
নজরবন্দি ব্যুরোঃ সচরাচর প্রকাশ্যে আসেন না কৈলাস বিজয়বর্গীয় কিন্তু নিজের কাজ নীরবে করে দলকে ধিরে ধিরে মজবুত করেছেন পশ্চিমবঙ্গে। যেকথা কখনও ভাবাই যেতনা সেই বিজেপি রাজ্যের ৪২টি আসনের মধ্যে জিতেছে ১৮টি আসনে। ভোট শতাংশের ভিত্তিতে তৃণমূলের থেকে পিছিয়ে মাত্র ৩%। সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন ২০২১ নির্বাচনে ইতিহাস রচনা করে পশ্চিমবঙ্গে দলকে ক্ষমতায় নিয়ে আসার।
লোকসভা নির্বাচনের পর বিজেপি-র পাখির চোখ এখন রাজ্যের ক্ষমতায় আসা। আর রাজ্যে বিজেপি-কে ক্ষমতায় আনার লড়াইতে গুরুদায়িত্ব বর্তেছে কৈলাস বিজয়বর্গীয়র ওপর। এখন থেকেই রাজ্য জুড়ে ২০২১ নির্বাচনের ব্লু প্রিন্ট নির্মানে মন দিয়েছেন তিনি।
বিজেপির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সেই কৈলাস বিজয়বর্গীয় এবার পুজো দিলেন হুগলীর তারকেশ্বর মন্দিরে। দলীয় কাজে এদিন হুগলি গিয়েছিলেন তিনি। সেখানেই দলীয় কর্মসূচির ফাঁকে তারকেশ্বর মন্দিতে পুজো দিলেন তিনি।
আজ দুপুরে পুজো দেওয়ার পাশাপাশি শিবের মাথায় জল ঢালেন তিনি। কিন্তু কি চাইলেন বাবা ভোলানাথের কাছে? কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য, সবার ভাল হোক আর তৃণমূল নেতাদের সুবুদ্ধি হোক!
লোকসভা নির্বাচনের পর বিজেপি-র পাখির চোখ এখন রাজ্যের ক্ষমতায় আসা। আর রাজ্যে বিজেপি-কে ক্ষমতায় আনার লড়াইতে গুরুদায়িত্ব বর্তেছে কৈলাস বিজয়বর্গীয়র ওপর। এখন থেকেই রাজ্য জুড়ে ২০২১ নির্বাচনের ব্লু প্রিন্ট নির্মানে মন দিয়েছেন তিনি।
আজ দুপুরে পুজো দেওয়ার পাশাপাশি শিবের মাথায় জল ঢালেন তিনি। কিন্তু কি চাইলেন বাবা ভোলানাথের কাছে? কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য, সবার ভাল হোক আর তৃণমূল নেতাদের সুবুদ্ধি হোক!

No comments