Header Ads

ডেঙ্গু সচেতনতায় লালপুর রানাঘাটা স্কুলের ছাত্র ছাত্রীদের মিছিল এলাকা জুড়ে।

কৌশিক দেবনাথ: রাজ্যে ঢুকে পড়ছে বর্ষা। আর বর্ষা মানেই বিভিন্ন রকম পতঙ্গ ও মশাদের উৎপাত। এই সময় থেকে রাজ্যে ডেঙ্গু ,ম্যালেরিয়া ও চিকুন গুনিয়ার মতো মশা বাহিত রোগের প্রকোপ বাড়তে শুরু করে। গত কয়েক বছর ধরে রাজ্যের পুর এলাকার মতো ও গ্রামীণ এলাকায় ডেঙ্গুর ভয়াবহ আকার নেয়। অথচ একটু সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আর সেই সচেতনতার কাজ শুরু করে দিল মথুরাপুর- ১ ব্লক।
বুধবার মথুরাপুর- ১ ব্লক লালপুর ভি.আর.পি সহ রানাঘাটা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পুর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে স্কুলের ছাত্র ছাত্রী ,প্রধান শিক্ষক,শিক্ষিকা ,পঞ্চায়েতের কর্মীরা ,ও ভি.আর.পি রা সামিল হন। মিছিলে সমস্ত গ্রাম বাসীদের কে বোঝানো হয় যে খালি পাত্রে বা কোথাও পরিষ্কার জল জমতে দেবেন না। ওই জমা জলেই ডেঙ্গু মশার আতুর ঘর।তাই আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন।ডেঙ্গু রোগ বাহিত মশার নাম হলো এডিস মশা। এরা সাধারণত সকালে ও বিকালে কামরায় তাই বাড়িতে মশারি লাগিয়ে থাকতে হবে ও বাড়ির বাচ্ছাদের কে ফুল হাতা জামা পড়াতে হবে।এবং জ্বর এলেই স্থানীয় সাবসেন্টার ও সরকারি হসপিটাল যাওয়ার পরামর্শ দেওয়া হয়।ওই দিন স্কুল চত্বর ও গ্রামের আসে পাসে ব্লিচিং পাউডার, পোড়া মোবিল ছড়ানো হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.