Header Ads

ভারত ৩৩৬ রানের টার্গেট দিল পাকিস্তানকে।

নজরবন্দি ব্যুরোঃ রেকর্ডবুকে নাম তুলে ফেললেন ভারতের দুই ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে রাহুল-রোহিত এদিন জুটিতে ১৩৬ রান হাঁকিয়েছেন। এটাই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ।এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক ১২৯ রানের পার্টনারশিপ ছিল রোহিত-ধাওয়ানের।ওপেনিংয়ে এদিন শিখর ধাওয়ানের অভাব পূরণ করে দিলেন লোকেশ রাহুল। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৫৭ রানের দামি ইনিংস খেলেন রাহুল।
 তাঁর ৭৮ বলের ইনিংস সাজানো ৩টি চার ও ২টি ছয় দিয়ে।ভারতের অপর ওপেনার রোহিত শর্মা এদিন, ১১৩ বল খেলে ১৪টি চার ও ৩টি ছয় হাঁকিয়ে ১৪০ রান করেন। ওয়ান ডে ক্রিকেটে এটি রোহিতের তৃতীয় দ্রুততম শতরান। এদিন ৮৫ রানে সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান। পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এই ম্যাচে হিটম্যানের করা ১৪০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে সর্বোচ্চ। তারপর বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তাঁর পর খেলা শুরু হলে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে ভারত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.