আজ মুখোমুখি ইংল্যান্ড ও কমলা ভারত। পরিবর্তনের কোন ইঙ্গিত নেই বিরাটের।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের মঞ্চে দ্রুত গতিতে বইছে নীল ঝড়। এখনও পর্যন্ত একটি ম্যাচে না হেরে অপরাজিত তকমা ধরে রেখেছে ‘মেন ইন ব্লু’। তবে আজ, রবিবাসরীয় দুপুরে বার্মিংহাম, এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে বইতে পারে নীলের বদলে কমলা ঝড়’। ব্রিটিশদের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলের জার্সি বদল হলেও বদল হয়নি টিম স্পিরিট। তাই একইরকম একাগ্রতা আত্মবিশ্বাস ও সামনের দিকে এগিয়ে যাওয়ার খিদে নিয়ে আজ ব্রিটিশ বধ করতে মাঠে নামবে কোহলি ব্রিগেড।তবে সকলেরই নজর বার্মিংহ্যামের আকাশের দিকে। বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টির কারণে চারটি ম্যাচ ভেস্তে গিয়েছে। বিশ্বকাপে এরকম আগে কখনও হয়নি।
এর মধ্যে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচও ভেস্তে যায়। আজও যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়, তাহলে সেটা ভারতের পক্ষে মোটেও সুখকর হবে না। একইভাবে সুখকর হবে না প্রবল চাপে থাকা ইংল্যান্ডের জন্যেও। রোববার বার্মিংহ্যামের এজবাস্টনে ভারতীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়া লড়াইটা তাই হবে হাড্ডাহাড্ডি। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। যে কারণে কোনও ভাবেই এই ম্যাচ আর হাতছাড়া করতে চাইবে না ভারতীয় শিবির। সঙ্গে লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রাখার। এজবাস্টনের পিচে ইংল্যান্ড ব্যাটসম্যানদের সামলাতে হবে ভারতের স্পিনারদের। বিশ্বকাপের সব ভেন্যুর মধে এজবাস্টনের পিচে অনেক বেশি ঘূর্ণি রয়েছে।
তবে ইংল্যান্ড স্বস্তি যে, তারা ফিরে পেতে পারেন জেসন রয়কে। হ্যামস্ট্রিং চোটের কারণে গত দুই ম্যাচ খেলতে পারেননি এই ইংলিশ ওপেনার। এদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি-ধোনিরা। চোট শঙ্কার মধ্যেই আফগানিস্তান ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন বিজয় শঙ্কর। ফলে স্বস্তি আছে সেখানও। আর শুধু জার্সি ছাড়া ভারতীয় দলে তেমন কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
এর মধ্যে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচও ভেস্তে যায়। আজও যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়, তাহলে সেটা ভারতের পক্ষে মোটেও সুখকর হবে না। একইভাবে সুখকর হবে না প্রবল চাপে থাকা ইংল্যান্ডের জন্যেও। রোববার বার্মিংহ্যামের এজবাস্টনে ভারতীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়া লড়াইটা তাই হবে হাড্ডাহাড্ডি। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। যে কারণে কোনও ভাবেই এই ম্যাচ আর হাতছাড়া করতে চাইবে না ভারতীয় শিবির। সঙ্গে লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রাখার। এজবাস্টনের পিচে ইংল্যান্ড ব্যাটসম্যানদের সামলাতে হবে ভারতের স্পিনারদের। বিশ্বকাপের সব ভেন্যুর মধে এজবাস্টনের পিচে অনেক বেশি ঘূর্ণি রয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই