Header Ads

জেল থেকে বেরিয়ে হুঙ্কার কৈলাশ-পুত্রের! সমালোচনা রাজনৈতিক মহলে।

নজরবন্দি ব্যুরো: সরকারি আধিকারিককে পিটিয়ে প্রচারের শিরনামে চলে আসেন আকাশ বিজয়বর্গীয়। সেই অপরাধের জেরে তিন রাত্রি হাজতবাস করতে হয় তাঁকে। তাতেও দমার পাত্র নয় ইন্দোরের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়।
জামিন পাওয়ার পর হাসি মুখে বেরিয়ে এলেন জেল থেকে। অপেক্ষায় ছিলেন দলের কর্মীরা। ফুলের মালায় বরণ করে নিলেন কৈলাশ-পুত্রকে।
br /> তখন হাসত হাসতে সটান জানিয়ে দিলেন, "এতো সবে শুরু করলাম। আমরা দুর্নীতি দূর করতে সব ব্যবস্থা নেব। অযথা চোখ রাঙানি সহ্য করা হবে না।" তাঁর কান্ডকারখাখানায় তীব্র সমালোচনা রাজনৈতিক মহলে। সমালোচনা শোনা গিয়েছে সমাজের নানা-স্তরে। এর পরেও কৈলাশ-পুত্রের হুশিয়ারি, দোষ স্বীকার না করলে পরিণতি হবে ভয়ঙ্কর। জেলে কেমন কাটালেন? এর উত্তরে তিনি বলেন, "খুব ভালোই কেটেছে তিন দিন।
সব রকমের অভিজ্ঞতা থাকা দরকার। আমি মানুষ ও অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করে যাব। বাধা আসবে। কিন্তু তা দূরে ঠেলেই এগিয়ে যেতে হবে।"

প্রসঙ্গত, ইন্দোরের একটি বেআইনি নির্মাণ ভাঙতে বুধবার আকাশের বিধানসভা এলাকাতেই অভিযান চালায় স্থানীয় পুরসভা। আসন্ন বর্ষার কথা মাথায় রেখেই এলাকার এক পুরনো  বাড়ি ভাঙার উদ্যোগ নিয়েছিল পুরসভা। কিন্তু এই বিপজ্জনক বেআইনি নির্মাণ 'রক্ষা করতে' এগিয়ে আসেন বিজেপি বিধায়ক আকাশ। এর পরেই ঘটে ওই বিতর্কিত ঘটনাটি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.