Header Ads

আবার রণক্ষেত্র ভাটপাড়া।বোমা গুলিতে মৃত্যু এক জনের।

নজরবন্দি ব্যুরোঃ ফের রণক্ষেত্র ভাটপাড়া। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ এলাকায় দুইদল দুষ্কৃতীদের মধ্যে বোমা-গুলির সংঘর্ষ শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েও পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। প্রসঙ্গত এদিনই জগদ্দল থানা ভেঙে হওয়া নতুন ভাটপাড়া থানার উদ্বোধন হওয়ার কথা। আর এই নতুন থানা উদ্বোধন করতে ডিজি আসার আগেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া।
 ফাঁড়ির নাকের ডগায় শুরু হয় বোমাবাজি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এই মুহূর্তে ধুন্ধমার ভাটপাড়ায়। দুষ্কৃতীদের বাগে আনতে শূন্যে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিস। ভাটপাড়ায় কার্যত লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে পুলিস না দুষ্কৃতী, কোন পক্ষের ছোঁড়া গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.