রাজরোষ, পিআরটি-র মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান পুলিশের! আহত বহু প্রাথমিক শিক্ষক। #Exclusive
পিআরটি স্কেলের দাবিতে আজ উস্তি সংগঠনের আহ্বানে কলকাতার মিছিলে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের প্রতিনিধিরাও উপস্থিত হন। হিসাবে উপস্থিত ছিলাম। আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে পুলিশ। পুলিশের এই ভূমিকাকে তীব্র ধিক্কার জানিয়েছেন শিক্ষকরা।
জল কামানের আঘাতে আহত হয়েছেন একাধিক শিক্ষক। তাদের পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শিক্ষকরা সরকারের কাছে দাবি জানান অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি পি আর টি স্কেল মেনে নিক নাহলে তারা মিছিল থেকে নড়বেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষামন্ত্রী আলোচনা করার জন্যে বিধানসভায় ডেকে পাঠিয়েছেন UUPTWA-র প্রতিনিধিদের। পৃথা বিশ্বাসের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে গেছেন শিক্ষামন্ত্রীর সাথে।
প্রসঙ্গত, অনেক আন্দোলনের পর গতপরশু প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ গ্রহন করেছে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষকদের সম্পূর্ণ দাবি পূরন না হলেও একটা স্কেল গ্রেড পে বাড়বে তাঁদের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই একটা স্কেল বাড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে শিক্ষক মহলে। কত বেতন বাড়বে সেটা নিয়ে নিশ্চিত নন কেউই।
আজ সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস জানান "আমাদের হক আমরা ছিনিয়ে আনবই, আজ নয় কাল। দরকার হয় কর্মবিরতিতে যাব।" শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে
কিংকর অধিকারী বলেন, "আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে পুলিশ। পুলিশের এই ভূমিকাকে তীব্র ধিক্কার জানাই। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি পি আর টি স্কেল মেনে নিক।"

No comments