Header Ads

রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স আনার কথা বললেন উদ্ধব ঠাকরে!

নজরবন্দি ব্যুরো: ফের রামমন্দির বিতর্ক। রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্সের দাবি জানাল শিবসেনা। রবিবার অযোধ্যায় পা রেখেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দাবি করেন, সোমবার থেকে দ্বিতীয় মোদী সরকারের প্রথম সংসদীয় অধিবেশন শুরু হতে চলেছে।
এই অধিবেশনেই মোদী সরকারের প্রথম কাজ হওয়া উচিত রাম মন্দির প্রসঙ্গ তোলা এবং এই ইস্যুতে অর্ডিন্যান্স নিয়ে আসা।

উদ্ধব ঠাকরে আশা, রাম মন্দিরের মত পবিত্র কাজ করা উচিত আমাদের প্রধানমন্ত্রীর।  এর সঙ্গে দেশের মানুষের আবেগ ও স্বপ্ন জড়িয়ে আছে। রবিবার অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে রাম মন্দির ইস্যুতে কেন্দ্রকে কার্যত এভাবেই বার্তা দিলেন শিবসেনা প্রধান। রাম লাল্লার আশীর্বাদ নিয়ে কেন্দ্র যদি এই কাজ শুরু করে, তবে তা সবার পক্ষে মঙ্গল বলে এদিন জানান তিনি। এর পরে তিনি বলেন, রাম মন্দির গঠনের কাজ অনেক আগেই বিজেপি সরকারের শুরু করা উচিত ছিল।

অযোধ্যায় এক সাংবাদিকদের মুখোমুখি হন  উদ্ধব ঠাকরে।
তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে অযোধ্যা রাম মন্দির গঠন করা উচিত। গোটা বিশ্বের হিন্দু নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে, সেই বিশ্বাসের উপর ভর করে  রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে তাঁর আশা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.