Header Ads

ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কল্যানী!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক জেলা থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।
ফের রাজনৈতিক সংঘর্ষে রাতভোর উত্তপ্ত নদিয়া। তৃনমূলের একাধিক বাইক পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ও দুটি চারচাকা গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এর পাশাপাশি তৃণমূলের একটি পার্টি অফিসে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
সবমিলিয়ে শনিবার রাত থেকে উত্তপ্ত  কল্যাণী পুরসভার ১নং ওয়ার্ড।

গতকাল রাতে তৃণমূল কর্মীদের আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল বাহিনী এলাকায় পৌঁছালে তাঁদের ওপর চড়াও হয় এলাকার উত্তেজিত বাসিন্দারা। এই ঘটনায় একে ওপরকে দুষছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, বিজেপির কর্মীরা তাঁদের মারধর করে।
পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় গাড়ি, পার্টি অফিসে ভাঙচুর করে।
যদিও বিজেপির দাবি তৃণমূলের কর্মীরাই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছিল। দুই দল অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় উত্তেজনা অব্যাহত। এলাকার বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.