Header Ads

মোদীকে ২০ লক্ষ জয় হিন্দ লেখা কার্ড উপহার দেবে তৃণমূল!

নজরবন্দি ব্যুরো: জয় শ্রী রামের পাল্টা ধ্বনি তৃনমূলের জয় হিন্দ। এই ইস্যুতেই এখন উত্তপ্ত গোটা রাজনৈতিক মহল। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে জয় হিন্দ লেখা কার্ড পাঠানোর কথা জানাল তৃনমূল।
শনিবারই অর্জুন সিং বলেছিলেন যে বিজেপির তরফ থেকে 'জয় শ্রীরাম' লেখা ১০ লক্ষ পোস্ট কার্ড পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠানো হবে সেইসব কার্ড।

এরপর খাদ্য-মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তৃনমূল প্রধানমন্ত্রী কে ২০ লক্ষ জয় হিন্দ লেখা কার্ড পাঠাবে। ৭, রেসকোর্স রোডের বাড়িতে সেই কার্ড পাঠানো হবে বলে জানান তিনি। সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় শুভ্রাংশু র সমর্থকেরা।
আবার কনভয়ের সামনে জয় শ্রী রাম ধ্বনি শুনে একাধিকবার ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। 'জয় শ্রীরাম' ধ্বনি দেবার জন্য গ্রেফতার হন ১০ জন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.