“কোনও রাজ্যের উপরেই হিন্দি চাপিয়ে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই”-নির্মলা সীতারামন
নজরবন্দি ব্যুরোঃ জাতীয় ভাষা হলেও তা জোর করে চাপিয়ে দেওয়া হবে না। নতুন মন্ত্রিসভার দুই সদস্য তা সাফ জানিয়ে দিলেন। কারণ কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে সরব হয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্য। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির বিরোধিতা ক্রমশ বড় আকার নিতে শুরু করেছিল। শিক্ষানীতিতে হিন্দিকে বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।
এই পরিস্থিতিতে রণে ভঙ্গ দিল সরকার। জানিয়ে দেওয়া হল কোনও রাজ্যের উপরেই হিন্দি চাপিয়ে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হবে না। শিক্ষা নীতি কার্যকর করার আগে বিচার বিবেচনা করবে সরকার।

No comments