Header Ads

তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে ভাটপাড়ায়, উত্তেজনা বাড়ার আশঙ্কা

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি পুলিশের গুলিতে ২ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্রকরে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। যদিও পুলিশের গুলিতে ওই দু-জনের মৃত্যু হয় নি বলে জানিয়েছে পুলিশ। কিন্তু বিজেপির নেতারা বার বার অভিযোগ করেছেন পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই দু-জনের।
আগের থেকে ভাটপাড়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছে।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি–‌র গুন্ডাবাহিনী ওই এলাকা গুলিতে সন্ত্রাস করছে। এবার ওখানকার পরিস্থিতি দেখতে তৃণমূলের পক্ষ থেকে ৮ জনের এক প্রতিনিধি দল শুক্রবার ভাটপাড়ায় যাচ্ছেন। বুধবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে এ খবর জানিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'পরিষদীয় দলের পক্ষ থেকেই নেতারা যাচ্ছেন। তাঁরা ওখানের পরিস্থিতি দেখবেন। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন। থানাতেও তাঁরা যাবেন। ফিরে এসে রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে।' যাঁরা যাচ্ছেন, তাঁরা হলেন সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, সুজিত বসু, পূর্ণেন্দু বসু, পার্থ ভৌমিক ও নির্মল ঘোষ।
লোকসভা নির্বাচনে ধাক্কা খাবার পরেই উত্তর ২৪ পরগনা জেলার ৫টি লোকসভা দেখভাল করার জন্য ৫ বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে জানিয়েছেন, এঁরা প্রতি ৭ দিন অন্তর নিজেদের মধ্যে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
কোর কমিটিতে রিপোর্ট দেবেন। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা করবেন। ইতিমধ্যে যাঁরা বিজেপি–‌র অত্যাচারে ঘরছাড়া হয়েছিলেন, তাঁরা অনেকেই এলাকায় ফিরিয়ে আনা গিয়েছে। জ্যোতিপ্রিয়র বক্তব্য, জেলায় কোনও গোলমাল হতে দেব না তৃণমূল।  বিজেপি যতই অশান্ত করার চেষ্টা করবে, দল রুখে দাঁড়াবে। তৃণমূলকে দুর্বল ভাবলে ভুল হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.